আমতলী (বরগুনা) সংবাদদাতা : মেহেদীর রং শুকাতে না শুকাতেই সড়কে ঝড়ে গেল নববধু তানিয়া আক্তারের প্রাণ। ঘটনা ঘটেছে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে শনিবার দুপুরে।
জানাগেছে, আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামের জামাল মৃধার কন্যা তানিয়া আক্তার শনিবার দুপুরে একটি বিশেষ কাজে মোটর সাইকেলে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে মানিকঝুড়ি নামক স্থানে মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। ওই স্থানে থাকা ট্রাক চালক রুহুল আমিন রকি তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ওই হাসপাতালে ওইদিন রাত সাতটার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।