সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের ১১ টি ঘর মালামালসহ সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়েছে। এছাড়াও আরও ৫টি পরিবার আংশিকভাবে ক্ষতিগ্র¯’ হয়েছে। আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো নি.স্ব হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাতপাই ছোট দেড়ানী গ্রামে।
জানা যায়, আগুনের থাবায় ওই গ্রামের মৃত আব্দুলের ছেলে আইয়্্ুব আলী ও তার তিন ছেলে সাজু মিয়া, সবুজ ও বুলবুলের ৬টি ঘর, মৃত আব্দুর রহিমের ছেলে আলী আজম মিন্টুর ৩টি ঘর, মুত আফসার আলীর ছেলে হযরতের ২ টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এসব ঘরের কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, ধান-চাল, নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড় সবই ছাই হয়ে গেছে।