বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জ -পীরগঞ্জ সড়কের বলাকা মোড় সংলগ্ন কমুরপুর এলাকায় (১৭ডিসেম্বর) বুধবার সকাল ১১ টায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের নাম তরণী রায়। তিনি মহুগাঁও বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পরপরই তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ইতি নামে এক নারী গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চাকাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইতি বলাকা মোড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বীরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।