সৈয়দপুরে একই পরিবারে ৪ জন ্িবদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এর মধ্যে হোসেন আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্যন্য ৩ আহতকে সংকটাপন্ন অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ জুলাই দুপুর ১২টায় উপজেলার পাশ্ববর্তী ১ নং আলমপুর ইউনিয়নের শুড়িপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সেলিনা বেগম (৩৫), মিন্টু (৪৫) ও জুয়েল (৩০)। এলাকাবাসি জানায়, নিহত হোসেন আলী তার বাড়ির বারান্দায় বসে ছিলেন। হোসেন আলীর বউমা সেলিনা বেগম বাড়ির ভেজা কাপড় বিদ্যুতের তারে শুকাতে দিলে বিদ্যুতায়িত হন। তার চিৎকারে হোসেন আলী ছুটে গিয়ে বউমাকে রক্ষায় টানতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। একই ভাবে ভাতিজা জুয়েল ও জামাতাও আটকে যায়। তাদের চিৎকার ও চেচামেচি শুনে এলাকাবাসি ছুটে গিয়ে শুকনো লাঠির আঘাতে ৪ জনকেই উদ্ধার করে। এতে ঘটনা স্থলে মৃত্যু হয় ঘটে হোসেন আলীর। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: নাজমুল হুদা। তিনি বলেন, এখন পর্যন্ত তিনজনই বিপদ মুক্ত।