চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি গোডাইনসহ আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

সম্প্রতি উপজেলার নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে আগুন প্রথমে বাজারের মুদি দোকানী মুছার দোকান থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। অল্প সময়ের মধ্যেই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে, ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে কোনো মালামালই সরাতে পারেন নি। স্থানীয়রা বালতি করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন একঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে সবার ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৩০ লাখ টাকা হবে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইতিমধ্যে পৌরসভা ও উপজেলা পরিষদ থেকে খাদ্যশষ্য, ঢেউটিন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছি। তাছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুরো বাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে হতাশার ছায়া নেমেছে। অনেক ব্যবসায়ী আবার এটি নিচক কোনো সহিংসতা কি-না খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।