গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫নং রেলগেট সংলগ্ন এলাকায় সম্প্রতি রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা গ্রামের মফিজল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে রাজু মিয়া গাইবান্ধা থেকে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ৭৫নং রেলগেট এলাকায় পৌঁছিলে রেলগেটের পাশে দোকান থেকে সিঙ্গারা কিনে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত: দোলন চাপা ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মাথায় প্রচ- আঘাত পেয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।