সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক চাপায় সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আসাদ হোসেন (৫৫) নিহত হয়েছেন। নিহত আসাদ হোসেন বাঁশাইল গ্রামের মো. শাজাহান আলীর ছেলে ও সোনাখাঁড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত আসাদের ভাগিনা আবুল বাশার মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বগুড়া টিএমএসএস মেডিকেলে নিলে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ভুঁইয়াগাঁতী অভার ব্রিজ এলাকায় পার্শ¦ সড়ক না থাকায় সাম্প্রতিক সময়ে বহু প্রাণহানি ঘটছে। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্যের রুহের মাগফেরাত কামনা করছি। ইতোমধ্যে ওই এলাকায় রোড ডিভাইডার ও পার্শ্ব সড়ক নির্মাণের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগে আলোচনা হয়েছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হবে।’ আসাদের মৃত্যুতে বিএনপি নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। আজ বিকেলে তার জানাজা বাঁশাইল গ্রামে অনুষ্ঠিত হবে।