দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় কোলের সন্তানসহ মা নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মা কোহিনুর বেগম (২৭) বিরামপুরের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। তার ২ মাস বয়সি শিশু সন্তানের নাম রিশাদ কাইফ। তবে মোটর সাইকেল চালক গৃহকর্তা অক্ষত রয়েছেন।

বিরামপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সকাল ১১টা ২০ মিনিটে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় সন্তানসহ ছিটকে পড়েন মা কোহিনুর বেগম।

এ সময় মা সন্তানকে চাপা দিয়ে একটি ট্রাক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও সন্তান নিহত হন।

নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে।