কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে বোনের শাশুড়ীর জানাজায় অংশ নিতে ঢাকা থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাই ও প্রতিবেশী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে ফরিদপুর ভাঙায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তারা নিহত হলে গতকাল রোববার দুপুরে সদকী মহম্মদপুর একই কবরস্থানে পাশাপাশি তিনজনকে কবরস্থ করা হয়েছে।

নিহত হয়েছেন সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ফার্নিচার মিস্ত্রি সুমন (২৫) ও রিমন(১৮) এবং শাহিনের ছেলে পাঠাও চালক আশিক (২৮)। স্থানীয়রা জানান, শনিবার সুমন ও রিমনের বোনের শাশুড়ী মারা যাওয়ার সংবাদ পেয়ে তারা দুই ভাই একই এলাকার ঢাকাতে পাঠাও চালক আশিকের সাথে মোটরসাইকেল যোগে কুমারখালীর উদ্দেশ্য রাতে রওনা হয়। ফরিদপুর ভাঙা পৌঁছালে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনই ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে স্থানীয়রা নিহতদের পরিবারকে রাত তিনটার দিকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আইনগত জটিলতা শেষ করে রোববার দুপুরে লাশ বাড়িতে এনে সদকী মহম্মদপুর কবরস্থানে তিনজনকে পাশাপাশি দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারখালী থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, ফরিদপুর ভাঙা এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমারখালীর একই গ্রামের তিনজন নিহত হয়েছেন। ইতিমধ্যে লাশ কুমারখালীতে এনে দাফন সম্পন্ন করা হয়েছে।