যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৫৮) যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বড় রেন্ডি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান মিলন (৪০) ও জুই (৩০) নামের দুই যাত্রী।

নিহত মিলন যশোর সদর উপজেলার খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল হকের ছেলে। অন্যদিকে, জুই উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মামুন (৩২) ও মাসুদ রানা (৪৫)। তাদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মাসুদ রানা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।