বগুড়ার শাজাহানপুরে চলন্ত বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটনায় দুটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। দুপুরে বনানী লিছুতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।তাঁদের মধ্যে ছয়জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমআর ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় হঠাৎ বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি এবং একটি রিকশার ওপর পড়ে। এ সময় হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করা আরেকটি সিএনজিও এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর পর প্রায় ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা।