ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া বাজারে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম সোহাগী খাতুন (৪৫)। সে হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের ওমর আলীর স্ত্রী।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের সামনে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস যাত্রীবাহি ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে সোহাগী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ইজিবাইকের অপর দুই যাত্রী গুরতর আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।