রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত মহানন্দা ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

গত বুধবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রাজশাহী রেলওয়ে থানার পুলিশ জানায়, হাবিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা। তিনি ও তার এলাকার আরো কয়েকজন শ্রমিক সম্প্রতি খুলনায় ধান কাটতে গিয়েছিলেন এবং কাজ শেষে মহানন্দা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। অন্য শ্রমিকেরা নিরাপদে বাড়ি পৌঁছালেও হাবিবুর রহমান আর ফেরেননি। পরে তার লাশ রেললাইনের ধারে পাওয়া যায়। পুলিশের ধারণা, রাত ৩টার দিকে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই।