ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে অটো ব্রিকস মেশিনে আটকে গিয়ে রায়হান উদ্দীন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৬ ডিসেম্বর উপজেলার পাইন্দং ইউনিয়ন এম এ ব্রিক্স ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মোহাম্মদ সোহাগের ছেলে। তিনি ফটিকছড়ির রেজাউল করিমের মালিকানাধীন এম এ ব্রিক্স নামের একটি ইটভাটায় অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা অটো ব্রিকস মেশিনে আটকে যায়। একপর্যায়ে মেশিনটি তাকে ভেতরে টেনে নেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের লিডার কাইয়ুম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মেশিন থেকে রায়হান উদ্দীনের মরদেহ উদ্ধার করেন। ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সমিতির নাসির উদ্দিন চৌধুরী জানান, অটো ব্রিকস মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। মেশিনে আটকে যাওয়ার পর তিনি আর বের হতে পারেননি।