সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন সঞ্চয় (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

গত বুধবার ২০ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী মোড় এলাকায় একটি অটোভ্যান ও ফার্নিচারবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্চয় উপজেলার কুটুরিয়া এলাকার তৈয়ব আলীর ছেলে। তিনি সান শাইন ল্যাবরেটরি স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, করবাড়ি মোড় এলাকায় মোর্শেদের দোকানের সামনে অটোভ্যানের সঙ্গে কাঠবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে অটোভ্যানে থাকা সঞ্চয় পিকআপ ভ্যানের কাঠের আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।