গাংনী (মেহেরপুর) সংবাদদাতা : গাংনীর বামন্দী বাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রবিবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বামন্দী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয় মোটরসাইকলের আরও দুই আরোহী।

নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানাই, রবিবার সকালে রাকেশ ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে বামন্দী বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আারেকটি বাইকের সাথে রাকেশের মোটরসাইকেলের মুখোমুর্খী সংঘর্ষ হয়। এতে রাকেশ ও তার বন্ধু শয়ন এবং আরেকটি মোটরসাইকেলে থাকা অভি মিয়া নামের একজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে রাকেশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশংকাজনক অবস্থায় আহত শয়নকে কুষ্টিয়া মেডিকেলে নেয়া হয়েছে।