রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : গায়ে হলুদ না দিতেই সড়কেই ঝড়ে গেল কুড়িগ্রামের রাজারহাটে এক যুবকের প্রাণ। এ সপ্তাহেই গাঁয়ের হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ওই যুবকের। কিন্তু বিধাতার নির্মম পরিহাস মঙ্গলবার (১৭জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাটের নাজিমখান বাজারের পাশে সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায় বর মটরসাইকেল চালক মনিরুজ্জামান মুন্না(৩৫)। তিনি রংপুর জেলার হারাগাছের বাংলাবাজার ঠাকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন এবং ভাড়া বাসায় অবস্থান করতেন তিনি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু : কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রাজারহাট স্বপ্ন সপের ডিলার ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার(১৬জুন) দুপুর দেড়টায় নাজমুল হোসেন (৪২) উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামে বাড়িরপাশে জমিতে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ের পথিমধ্যে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজমুল হোসেন ওই গ্রামের মৃত জাহেদুল ইসলামের ছেলে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।