চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে ভয়াবহ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নৌ পুলিশের তথ্য অনুযায়ী, একটি ট্রলারের রশি ছিঁড়ে গিয়ে সেটির আঘাতে দুই কর্মী নদীতে পড়ে গেলে তারা প্রাণ হারান। সম্প্রতি চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় এফভি সীহার্ট-১ নামের একটি ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আলতাফ হোসেন (৪৫) ও মো. নুর উদ্দিন (২৫)। উভয়ের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। নিহত আলতাফ ছিলেন ট্রলারটির সুকানি এবং নুর উদ্দিন বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে নৌ পুলিশ। নগরীর সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, সীহার্ট-১ ট্রলারটি একটি বিকল ট্রলারকে টেনে তীরে নিয়ে আসছিল। প্রায় তীরে পৌঁছানোর মুহূর্তে হঠাৎ করে সেই বিকল ট্রলারের সঙ্গে বেঁধে রাখা মোটা রশিটি ছিঁড়ে যায় এবং তীব্র বেগে গিয়ে সীহার্ট ট্রলারের ওপরের ডেকে অবস্থানরত আলতাফ ও নুর উদ্দিনকে আঘাত করে। এতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।
তিনি আরও বলেন, নদীর সেই স্থানে পানি অপেক্ষাকৃত কম থাকায় সঙ্গে থাকা অন্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু তাদের উদ্ধার করা হলেও তখন তারা জীবিত ছিলেন না। দুর্ঘটনার পর রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নৌ পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ওসি নিজাম উদ্দিন।