নীলফামারী সংবাদদাতা : নীলফামারী-সৈয়দপুর সড়কের শেখ মসজিদ এলাকায় মোটরসাইকেল ও রিক্সা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজিজুল ইসলাম (২৫) নামের এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে। নিহত আজিজুল নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর বারো ঘরিয়া গ্রামের মৃত সোবহান আলীর ছেলে।
এলাকাবাসি জানায় নিহত আজিজুল নীলফামারী শহর থেকে ভ্যানে করে বাড়ী যাওয়ার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে ভ্যানটি ধাক্কা লাগলে সে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নীলফামারী সদর থানার ওসি আবু সাঈদ ঘটনাটি নিশ্চিত করেছেন।