নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায়য় এক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস (২৩) নামে পিকআপভ্যানের হেলপার নিহত হয়েছে। সম্প্রতি নেত্রকোনা শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬ টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে বেপরোয়া গতির একটি পিকআপভ্যান মহাসড়কের বাঘড়া বাজারে পৌঁছলে অপর একটি গাড়িকে পেছন দিক থেকে প্রচন্ড গতিতে ধাক্কা দিলে পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে পিকআপভ্যানের হেলপার ইলিয়াস ঘটনাসথলে নিহত হয়। তার গ্রামের বাড়ি কলমাকান্দায় উপজেলায়। পুলিশ লাশ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই তোফায়েল আহমেদ জানান, সকাল ৬ টার দিকে বাঘড়া বাজারে পিকআপভ্যানটি অপর একটি গাড়িকে ধাক্কা দিলে ইলিয়াস নামে এক হেলপার ঘটনাস্থলে নিহত হয়।