রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে ভর্তি দেয়া হয়। ইভার বোন ফারজানা আক্তার বলেন, রাত দেড়টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বাসার এসি বিস্ফোরণ হয়। এতে আমার বোন, তার স্বামী ও তাদের দুই ছেলে দগ্ধ হয়। তিনি জানান, রাজধানীর মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন তুহিন। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। ঢাকায় পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকায় থাকেন তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে তুহিনের শরীরের ৪৭ শতাংশ, তার স্ত্রী ইভার ১৫ শতাংশ দগ্ধ, ছেলে তানভীরের ৪০ শতাংশ ও আরেক ছেলে তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।