গাজীপুরে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে সিএনজি আরোহী এক ব্যক্তি নিহত ও পরিবারের দুইজন আহত হয়েছেন। শনিবার ভোরে মহানগরীর কোনাবাড়ী হাইওয়ে থানার পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের নাম বকুল মিয়া (৩৫)। তিনি নীলফামারীর ডোমর থানার বসুনিয়া পাড়া এলাকার মৃত তারাজ উদ্দিনের ছেলে।

জিএমপি’র কোনাবাড়ি থানার এসআই পাপন হোসেন জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন জরুন এলাকায় ভাড়া বাসায় স্বপরিবারে থাকেন বকুল মিয়া। শনিবার ভোরে সিএনজি চালিত একটি অটোরিক্সায় চড়ে জয়দেবপুর চৌরাস্তা হতে স্বপরিবারে জরুন এলাকার বাসায় ফিরছিলেন তিনি। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী হাইওয়ে থানার পূর্ব পাশে পৌছলে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী বকুল মিয়া ঘটনাস্থলেই নিহত এবং পরিবারের অপর দুইজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ি পপুলার হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।