পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা : মঙ্গলবার সকালে রাজবাড়ী কুষ্টিয়া সড়কে পাংশা শহরের অদুরে হেনার মোড়ে ভ্যান চালক মেহেদী হাসান (২৫) পিং রিয়াজুদ্দিন আহাম্মেদ গ্রামঃ ও ইউপি ঃ বাবুপাড়া উপজেলা ঃ পাংশা ট্রাক চাপায় ঘটনা স্থলে নিহত হয় এবং তার সঙ্গে থাকা আব্দুর রাজ্জাক (৩৮) পিং হবিবুর রহমান, গ্রাম চরঝিকুড়ী, পাংশা, গুরুতর আহত হয়।
উভয়কে পাংশা উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান কে মৃত বলে ঘোষণা করেন বলে জানা যায়। এ ব্যাপারে পাংশা থানার ওসি জনাব শেখ মইনুল হোসেন জানান হাইওয়ে থানা পুলিশ উক্ত লাশ ময়লাতদন্তের পর পাংশা থানায় মামলা নেওয়া হবে।