হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীর চিকনদ-ী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্য দেলোয়ার হোসেন (৩০) নিহত হয়েছেন। গত ৮ ডিসেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর এলাকার বাসিন্দা মিরাজ মিয়ার পুত্র। তিনি নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ভোরে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে দেলোয়ার দুর্ঘটনায় পড়েন। সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি কীভাবে দুর্ঘটনায় পড়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, “দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের দল পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”