ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে রবিবার (১১মে) সকালে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতদের একজন সড়ক দুর্ঘটনায় অপরজন আমগাছ থেকে পড়ে মারাগেছেন। নিহতরা হলেন, উপজলোর পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিবরের ছেলে মো. মুন্না ফকির (১৯) ও যাত্রাপুরের আফরা গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে হাদিয়ার শেখ (৫৩), পুলিশ জানায়, গ্যারেজ মিস্ত্রি মুন্নাফকির বাড়ি থেকে মোটরসাইকেলে ফকিরহাট বাজারে যাওয়ার পথে মহাসড়কের আট্টাকী মেগনিশতলা এলাকায় মোটরসাকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
অন্যদিকে উপজেলার আট্টাকী ঘোষপাড়া এলাকায় একটি আমগাছ থেকে পড়ে হাদিয়ার শেখ নামে এক কাঁচামাল বিক্রেতার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হাদিয়ার শেখ আট্টাকী ঘোষপাড়ার আশুতোষ ঘোষের আমগাছ থেকে আম পাড়ার সময় হঠাৎ গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হাসপাতালে উপস্থিত হয়ে লাশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।