চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজিম উদ্দিন নামে এলডিপি’র অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের একজন নেতার মৃত্যু হয়। সম্প্রতি চান্দিনা পৌরসভার ৪ নং ওয়ার্ড বেলাশ্বর গ্রামে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। নিহত নাজিম উদ্দিন বেলাশ্বর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে। সে চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদলের অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। নিহত নাজিম উদ্দিন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।