ফটিকছড়ি সংবাদদাতা : অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার ড. আনিসুল করিম সোহেল নামের(৫১) চট্টগ্রামের ফটিকছড়ির এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ২০ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল ফটিকছড়ির জাফত নগর ইউনিয়নের ওয়াইজ তালুকদার বাড়ির মরহুম এ এইচ এম জিয়াউল করিমের পূত্র।
জানা যায়,নিহত সোহেল স্বপরিবারে অস্ট্রেলিয়াতে বসবাস করতেন। তিনি এক ছেলে এক মেয়ে সন্তানের জনক। চুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে চট্টগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ও কমিউনিকেশন বিভাগে শিক্ষকতা শুরু করেছিল।
নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাপর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ইঞ্জিনিয়ার ড. আনিসুল করিম আমার স্নেহের খালাতো ভাই। সে ছোটকাল হতে প্রচন্ড মেধাবী ও ধার্মিক ছিল। তার এ আকস্মিক মৃত্যুতে সবাই শোকাহত।