সাদুল্লাপুর সংবাদদাতা : সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. শাহিন মিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আহত শাহিন মিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি আহতের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, “সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা। এ বিষয়ে সবাইকে সচেতন থাকা উচিত।”