সিলেট ব্যুরো

কয়েক ঘন্টার ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন ও সকাল ৭টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। ওসমানীনগরে দুর্ঘটনায় নিহতরা হলেন-শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা এম. মজিবর রহমান (৫৫) ও ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির কাপনখালপার গ্রামের বাসিন্দা বকুল রবিদাস (২৬)। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১২জন আহত হয়েছেন। আহতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার রবি মিয়ার ছেলে মুশাহিদ (৩৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলামিন (৩৪), নরসিংদীর বেলাব থানার ফারুক (৩৮), একই এলাকার মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরো ৮জন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস ভোর সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে আসলে সিলেট থেকে যাওয়া শ্যামলী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এনা বাসের পেছনে থাকা আরেকটি বাসও সংঘর্ষের কবলে পড়ে।

খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।