শ্রীপুর সংবাদদাতা : বাড়ি ফেরার তাড়ায় জীবন হারাতে হলো জালাল উদ্দিনকে (৫০)। রোববার রাতের শেষ প্রহরে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টায় পা পিছলে পড়ে যান তিনি। মুহূর্তেই জীবন-মৃত্যুর মাঝে ছটফট করতে থাকেন রেললাইনে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি-চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে রোববার (২ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায়। নিহত জালাল উদ্দিন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চড় আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিধিয়ার চড় গ্রামের মৃত তৈয়ব উদ্দিনের ছেলে। জীবিকার টানে প্রতিদিন শ্রীপুর বাজারে সবজি বিক্রি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শ্রীপুর স্টেশনে একই সময়ে দাঁড়িয়ে ছিল দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস। ট্রেন ছাড়ার মুহূর্তে জালাল উদ্দিন দ্রুত বাড়ি ফেরার তাড়ায় দৌড়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেসে উঠতে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হঠাৎ পা পিছলে পড়ে যান ঠিক পাশে থাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনের সামনে।