রাজশাহী মহানগরীর হাইটেক পার্ক সংলগ্ন বাঁধের কাছে পদ্মা নদীতে ডুবে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত জয় (১৪) আলিগঞ্জ এলাকার মাহাবুলের ছেলে। জয় সকালে মাছ ধরতে নদীতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী টিম জয়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল ক্যাম্প

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলায় সমাজ কল্যাণ পরিষদ রানীহাটি জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জর ম্যাক্স হাসপাতালের অংশগ্রহণে রানীহাটি মসজিদ কমপ্লেক্সে ১১ মে রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা কার্যক্রম চলে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ক্যাম্পে ২ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন ডাঃ মোঃ আব্দুস সামাদ হৃদরোগ বিশেষজ্ঞ, ডাঃ মোঃ মাহফুজুর রহমান শিশুরোগ বিশেষজ্ঞ, ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম মেডিসিন বিশেষজ্ঞ, ডাঃ মোঃ ইসরাফিল ইসলাম সার্জারি বিশেষজ্ঞ এবং ডাঃ জিন্নাত আরা গাইনি রোগ বিশেষজ্ঞ প্রমুখ।