চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে (জাহাজভাঙা কারখানা) তেলের ট্যাংকে বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।তাদেরকে দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এই ইয়ার্ডে আগুন লাগে।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছেন। দগ্ধ শ্রমিকরা হলেন, হানিফ আলী, দুলাল হোসেন (১), হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক ও দুলাল হোসেন (২) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় তরল দাহ্য পদার্থ থেকে আকস্মিক আগুন লেগে যায়। অন্য শ্রমিকেরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে কর্মরত আট শ্রমিক দগ্ধ হয়। দগ্ধদের শরীরের ১০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে।
এসপি মাহমুদ জানান, ‘জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় সেখানে থাকা দুজন গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই শ্রমিকের শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।’
সূত্র: বাসস