সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর এলাকায় একটি চলন্ত ট্রাক হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা সিএনজি অটোরিকশা ধাক্কা খেয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের রউফ আলী (৫০) এবং দাসপাড়া গ্রামের মোছা. তৃষা খাতুন (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, বেড়া থেকে আসা একটি সিএনজি যাত্রী নিয়ে মশিপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।