স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকার রেলক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭) ও হেলপার ঢাকার উত্তরা কামারপাড়া পশ্চিম থানা এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫)। তাদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার, মাহমুদুল হাসান জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস রাত ১০টার পর আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে রেলক্রসিং অতিক্রম করতে থাকা ড্রাম ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

তিনি আরও জানান, ড্রাম ট্রাকটি মাটি বহনের কাজে ব্যবহৃত হতো। দুর্ঘটনার পর পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।