পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন এর বাদোখালী গ্রামের খলিফা বাড়ী বৈদ্যুতিক শর্ট সার্কিটের স্পৃষ্টে অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী ও স্থানীয় জামায়াত শিবির নেতৃবৃন্দ অগ্নি নির্বাপন কোন কাজে এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট অগ্নিনির্বাপণে সহায়তা করে। তিনটি বাড়ী পুড়ে একেবারে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া তিনটি ঘরই ছিল টিনের। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় তিনটি পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে। আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত শনিবার পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থ সহায়তা প্রদান করেন। জেলা আমীর ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের জন্য ইফতার, সেহেরী এবং রাতের খাবারের জন্য ইউনিয়ন জামায়াতকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।