হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সম্প্রতি ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাথপাড়া সার্বজনীন পূজামণ্ডপ সংলগ্ন সুজিত কুমার নাথের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পপি রানী নাথ স্থানীয় বাসিন্দা সুজিত কুমার নাথের স্ত্রী। বাড়ির খোলা বিদ্যুতের তারে স্পর্শ করার পর তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করার আগে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে প্রতীয়মান হয়।
প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার ওসি মন্জুর কাদের ভুইঁয়া জানান, “প্রাথমিকভাবে জানা গেছে বিদ্যুতের তার স্পর্শ করার কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।