স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণে তিন মাস বয়সী শিশু রায়হান মারা গেছে। এ ঘটনায় তার বাবা মো. রিপন (২৩) ও মা হাফিজা আক্তার (২০) মারাত্মকভাবে দগ্ধ হন। দগ্ধ অবস্থায় ওই দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার নতুন ভাড়া বাসায় ওঠেন রিপন ও তার পরিবার। রবিবার ভোর পৌনে ৫টার দিকে সন্তানকে দুধ খাওয়াতে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালাতে দিয়াশলাই জ্বালান হাফিজা। তখনই সিলিন্ডার থেকে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হন রিপন, হাফিজা ও শিশু রায়হান। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু রায়হান মারা যায়। রিপনের শরীরের ৮০ শতাংশ এবং হাফিজার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, রান্নাঘরের দরজা-জানালা বন্ধ থাকায় রাতে সিলিন্ডারের রেগুলেটর থেকে নির্গত গ্যাস ঘরে জমে ছিল। চুলা জ্বালানোর সময় আগুনের সংস্পর্শে গ্যাস বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।