মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি বসতঘর পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। এতে দশ পরিবারের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মিঠানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠানালা গ্রামের আব্দুল লতিফ সারেং বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ১০ পরিবারের এক সদস্য নুরুল কবির (৬২) আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, নুরুল কবির, নুরুল ইসলাম, মো. শামীম, দিল মোহাম্মদ, জসিম উদ্দিন, মো. হোসাইন, ইসমাইল, আব্দুর রহিম। ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম ও জসিম উদ্দিন বলেন, ‘কিভাবে আগুন লেগেছে কিছুই বুঝতেছিনা। আগুনে আমাদের নগদ টাকা, স্বর্ণালংকার, জমির কাগজপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সবাই পথের ফকির হয়ে গেছি। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

তারা আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের ঘড়িমসির কারণে আমরা আগুন থেকে কিছুই রক্ষা করতে পারি নাই।’ এখন আমাদের রাস্তায় বা গাছ তলায় রাত কাটাতে হবে। ক্ষতিগ্রস্ত আলা উদ্দিন বলেন, ‘মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে। সবার ঘর পুড়ে ছাই হয়ে গেছে । ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে আসে নাই। তারা আগুন লাগার প্রায় ১ ঘন্টা পর আসছে। তারা যথাসময়ে আসলে অনেক জিনিসপত্র রক্ষা করা যেতো। আগুনে আমরা পথের ফকির হয়ে গেছি। পরণের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন অফিসার আহম্মেদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাস্তা খারাপ থাকায় আমাদের আসতে একটু সময় লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন। তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাথে কথা বলে জানা গেছে রান্না ঘরের চুলা থেকে অথবা শর্ট সার্কিটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’