ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যান এবং পিকআপ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

মহিপাল হাইওয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এছাড়াও আরও ১০ জনের মতো আহত হয়েছেন।

জানা গেছে, পিকআপটিতে ২০ জনের মতো শ্রমিক ছিলেন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ফেনীতে কাজ করছিলেন। আজ কাজ শেষ করে নিজেদের বাসার দিকে তারা ফিরছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে হাতহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।