বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : বিরামপুর আমানুল্লাহ হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী হাসান (১৬) মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনা স্থলে মারা যায়।
প্রত্যক্ষদর্শী বিবরণে গত ২০ এপ্রিল বিরামপুর পৌরসভার আঞ্চলিক মহাসড়কে দুই বন্ধু জিগজার মোটরবাইক চালানোর সময় পল্লবী মোড়ে মোটরবাইক নিয়ন্ত্রণে নেওয়ার সময় পিছনে বসে থাকা আরোহী কাত হয়ে পড়ে যায় । এ সময় পিছন থেকে আসা পিক- আপ ভ্যানের বাম্পারে মাথায় আঘাত লেগে রাস্তায় পড়ে গেলে ঘটনা স্থলেই মারা যায়। চালক নিরাপদে সুস্থ ।
বিরামপুর চকপাড়া গ্রামের মিলনের ছেলে হাসান ( ১৬) এবার এসএসসি পরীক্ষার্থী। অপরজন মোটর বাইক চালক ফুয়াদ ইসলাম নাঈম (১৬) কলেজিয়েট হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।