DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকায় দেয়াল চাপা পড়ে ডালিম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ডালিম চৌগাছা উপজেলার কালিয়া কুন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন।

জেলা সংবাদদাতা
Printed Edition
DailySangram-Logo

যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকায় দেয়াল চাপা পড়ে ডালিম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ডালিম চৌগাছা উপজেলার কালিয়া কুন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন।

সম্প্রতি যশোর পৌরসভার ঠিকাদারের অধীনে ড্রেন নির্মাণকাজ চলছিল। এসময় রাস্তার পাশে থাকা একটি পুরাতন দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে ডালিম মারাত্মকভাবে আহত হন।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা কামাল (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার সকালে প্রেমবাগস্থ শাহিদা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী রূপসা পরিবহনের একটি বাস পিছন থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানচালক মোস্তফা কামাল ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত মোস্তফা কামাল অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। সম্প্রতি নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের রতন সরকার এর ছেলে। এই ঘটনায় আহত মোঃ অলি মিয়া ও এমদাদুল নামে দুই যুবক গুরুতর আহত হয়েছে। নিহত রুবেল ইট, বালু মাটি পরিবহন ট্রলিতে লেবার (শ্রমিক) কাজ করতো।

পুলিশ সূত্র জানান, সোমবার ভোরে নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর : চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি বিএ ডিসি ফার্মের সামনে বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় বুধবার দুপুরে আমঝুপি দক্ষিণপাড়া ইজু মন্ডলের মেজো ছেলে ফাজিল বাক্স (৬৫) আমঝুপি ফার্মের পাশে নিজ জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় মেহেরপুর থেকে আশা দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা মারলে ফাজিল বাক্স স্পটেই নিহত হয়। এলাকার লোকজন ছুটে এসে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা চলছে। নিহত ফাজিল বক্সর লাশ উদ্ধার করে নিজ বাড়িতে তার স্বজনেরা নিয়ে যায় বলে জানান পুলিশ। এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।