নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : রাজনৈতিক মামলার হাজিরা দিতে কুমিল্লার আদালতে যাওয়ার পথে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের কালাচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার (৫৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়াকে বহনকারী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে লাকসাম হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বাড়ি উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামে।

শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার সহকর্মীরা জানান, রবিবার সকালে মাহবুবুল হক ভূঁইয়া একটি রাজনৈতিক মামলার হাজিরা দিতে কুমিল্লার আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ট্রেন না পাওয়ায় তিনি সিএনজি অটোরিক্সা যোগে কুমিল্লা যাওয়ার পথে লালমাই উপজেলার রতনপুর এলাকায় পৌঁছলে দ্রুতগামী সিএনজি অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মাহবুবুল হক ভূঁইয়ার মৃত্যু হয়। এসময় সিএনজি অটোরিকশায় থাকা অন্য ২ নারীসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হিয়াজোড়া গ্রামের মামুনুর রশিদ মেম্বার জানান আমিও একই মামলার আসামী, আমরা আদালতে উপস্থিত হয়ে মাস্টার মাহবুবুুল হককে খোঁজাখুঁজি করে না পেয়ে তার মোবাইলে একাধিক বার ফোন দিয়ে জানতে পারি তার সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাস্টার মাহবুব ২০২৫সালের ১৩ডিসেম্বর পিআরএল শেষ হওয়ার কথা রয়েছে।

এব্যাপারে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদেল আকবর বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।