ঈদের দিনসহ তিনদিনে গাজীপুরে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্য ও খালা-ভাগ্নিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। একটি ঘটনায় উত্তেজিত জনতা একটি বাসে অগ্নিসংযোগ করেছে।

নানার মৃত্যুসংবাদ পেয়ে যাত্রার শেষ পরিণতি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ঈদের দিন সকালে ব্রাহ্মণবাড়িয়ায় নানার মৃত্যুসংবাদ পেয়ে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় সিএনজি আরোহী এক শিশু ও তার খালা নিহত হয়েছেন। এসময় নিহত শিশুর বাবা-মাসহ সিএনজি চালক গুরুতর আহত হন।

এ ঘটনা সোমবার গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে ঘটে। নিহতরা হলেন নরসিংদীর রায়পুরা থানার কালিকাপুর এলাকার আবুল হোসেনের মেয়ে শিউলি আক্তার (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোহাপুর এলাকার আবুবকর সিদ্দিক জুয়েলের মেয়ে তাবাসসুম (৫)। আহতদের মধ্যে রয়েছেন নিহত শিশুর বাবা আবুবকর সিদ্দিক জুয়েল (৩৫), মা লিজা (২৩) এবং সিএনজি চালক। জানা গেছে, শিউলি আক্তার ও লিজা পরস্পরের খালাতো বোন ছিলেন। আবুবকর সিদ্দিক জুয়েল পরিবারসহ গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া রিয়াজনগর এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের প্রস্তুতি, কিন্তু বাড়ি ফেরা হলো না

ঈদের পরদিন মঙ্গলবার (১ এপ্রিল) ছুটি নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের জন্য বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এক পুলিশ কনস্টেবল। নিহত কনস্টেবল রনি শিকদার (২৬) টাঙ্গাইল জেলার সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই আলমের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাক এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ঈদের আগের দিন বাসচাপায় ঝরলো আরও দুই প্রাণ

ঈদের আগের দিন রবিবার (৩০ মার্চ) গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন, যারা ঈদের ছুটিতে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনার ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

অজ্ঞাত পথচারীর করুণ মৃত্যু

ঐ একই দিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাছা থানাধীন সাইবোর্ড এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় পথচারী মারা যান। স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেন।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি থানার ওসি নজরুল ইসলাম দুর্ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। এ সকল দুর্ঘটনা এলাকাবাসীর মাঝে শোকের ছায়া ফেলেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।