সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। শুক্রবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার পবনারটেক এলাকায় মো. শরিফের মালিকানাধীন টিনশেড ঝুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে জামগড়ার পবনারটেক এলাকার একটি টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও পরে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। দুপুর আড়াইটা পর্যন্ত এখনও ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ফায়ার সার্ভিস।