গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) বেলা পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর ও সারাবো ও ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে ছুটে আসা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাগর আহমেদ জানান, প্রথমে সকাল ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর আসে। মাত্র ১৫ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, মোহাম্মদ মামুন বলেন, "প্রাথমিকভাবে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আরও চারটি ইউনিট যুক্ত হয়। ১৫টি ব্রাঞ্চপাইপ দিয়ে চারদিক থেকে আগুন ঘিরে ফেলা হয়। দুপুর ২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।"
তিনি আরও জানান, অন্তত ২০টির মতো ছোট-বড় ঝুট গুদাম, সূতার কারখানা এবং সুতার গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। আশপাশে মসজিদ, বসতবাড়ি ও আরও কিছু প্রতিষ্ঠানও আগুনের ঝুঁকিতে ছিল। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে।
এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত বলে তারা মন্তব্য করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা পর্যেবক্ষণে রাখা হয়েছে।