ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : ঈদের ছুটির ৩ দিনে কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঈদের দিন বিকেলে অন্তর পাল (২৭) নামের এক যুবক এবং ঈদের ৩য় দিন দুপুরে আসকর মন্ডল নামের (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরো ৪ জন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুটো ঘটনায় ঘটে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১০ মাইল এবং ১২ নামক স্থানে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন ঈদের দিন শনিবার সন্ধ্যা ৭টায় যুবক অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশে যাচ্ছিলেন। এমন সময় দশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। দ্রুত তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে অন্তর পালের মৃত্যু হয়। সে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ছিলেন। গুরুতর আহত ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে।