দুর্ঘটনা
ছেলেকে বিদায় জানানোর আগেই আগুন কেড়ে নিলো প্রাণ
: কাজের সন্ধানে সৌদি যাচ্ছে সন্তান, কথা ছিল বাবা তাকে বিমানে উঠিয়ে বিদায় জানাবে।
Printed Edition
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : কাজের সন্ধানে সৌদি যাচ্ছে সন্তান, কথা ছিল বাবা তাকে বিমানে উঠিয়ে বিদায় জানাবে। কিন্তু সন্তানকে বিদায় জানানো আগেই সর্বনাশা আগুন কেড়ে নিল তার প্রাণ। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ২ নং নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের দারুলহুদা গ্রামের মৃত শাহাদৎ হোসেন জোমাদ্দারের ছেলে শহিদুল ইসলাম মিরনের জীবনে।
সৌদিগামী ছেলেকে বিদায় দিতে নিজ এলাকা ভাণ্ডারিয়া থেকে গত ২ মার্চ রোববার রাত্রে ঢাকায় গিয়ে পরের দিন ৩ মার্চ সোমবার সকালে শাহজাদপুরে আবাসিক হোটেল সৌদিয়ায় উঠেছিলেন তারা।
সোমবার দুপুরে শাহজাদপুরে আবাসিক হোটেল সৌদিয়ার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় বেলা ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঐ ভবনের ৪র্থ তলার ৪০২ নং কক্ষে অবস্থান করছিল শহিদুল ইসলাম মিরন (৫৫) তার ছেলে মুনিম জোমাদ্দার (২৫) ও শ্যালক মোঃ হিরন তালুকদার (৪৫)। অগ্নিকাণ্ডের ঘটনার কিছু সময় আগে ছেলে মুনিম জোমাদ্দার ও শ্যালক মোঃ হিরন তালুকদার কাজের জন্য বাহিরে আসে, পরে তারা হোটেলের সামনে এসে আগুন জ্বলতে দেখে শহিদুল ইসলাম মিরনকে আগুনের কথা ফোনে জানালে তিনি বলেন, চারি দিক শুধু ধোয়ায় অন্ধকার আমি চোখে কিছু দেখতে পাচ্ছিনা। এই ছিল মিরনের সাথে তার স্বজনদের শেষ কথা। কিন্তু পরে তারা জানতে পারে অগ্নিকাণ্ডের ঘটনায় মিরন প্রাণ হারিয়েছে। পরবর্তীতে স্বজনরা কর্তৃপক্ষের যথাযথ প্রক্রিয় শেষে আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে মিরনের লাশ গ্রমের বাড়িতে নিয়ে এসে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।