দুর্ঘটনা
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। তারা উভয়েই কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্যমতে, বিকেলে বাড়ির পাশের ছোট একটি পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন শহীদুল্লাহ ভূঁইয়া। এসময় বৈদ্যুতিক মোটর স্থাপন করে সেটি চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বামীকে বাঁচাতে ছুটে আসেন ফেরদৌসি আক্তার, কিন্তু তিনিও বিদ্যুতের শক খেয়ে অজ্ঞান হয়ে পড়েন।
দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে নিভে যায় তাদের জীবন প্রদীপ।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনরা লাশ থানায় নিয়ে এসেছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুতের ব্যবহারে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।