শান্তিগঞ্জের জয়কলস এলাকায় সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ২ জন কর্মচারী নিহত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল অনুমান ১১টা ৩০ মিনিটের দিকে শান্তিগঞ্জের জয়কলস এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানাধীন ২নং জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামস্থ ইটের রাস্তার মোড়ে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী অজ্ঞাত প্রাইভেট কারের সাথে জগন্নাথপুরগামী মোটরসাইকেল (সুনামগঞ্জ-হ ১১-৬১৬১) সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ছমিরুল হক জুয়েল (৩৮), পিতা- মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ, সাং-আমবাড়ি (সাউদেরগাঁও), থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ নিহত হন।
একই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ছব্দর আলী (৩৭), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-হাছননগর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ গুরুতর আহত হন। তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটে প্রেরণ করেন। কিন্তু পথে তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, নিহত দুইজনই সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রসেসিং সার্ভার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।