গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় রান্নার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অন্তঃসত্ত্বা নারী তাসলিমা আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে একই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে।
তাসলিমা আক্তার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাসেম আলীর মেয়ে। তিনি গাজীপুর শহরের মোগরখাল এলাকার একটি ভাড়া বাসায় স্বামী হোসেন আলী ও সন্তানদের নিয়ে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়।
এর আগে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমা আক্তার (৩০), যিনি একই বিস্ফোরণে প্রায় ৯০ শতাংশ দগ্ধ হন।
জিএমপিথর বাসন থানার এসআই সজীব খান ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর মোগরখালের মোল্লা মার্কেট এলাকায় জনৈক নুরুল আমিনের বাসায় এ ঘটনা ঘটে। শ্রমজীবী কয়েকটি পরিবার ওই বাসায় ভাড়া থাকতেন। কাজ শেষে তারা ঘরে ফিরে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন।